প্রচ্ছদ হেড লাইন বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় ৩ লাখ

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় ৩ লাখ

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ১৭ হাজার ৫৩২ জন। আর মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৭২০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৪ হাজার ১২০ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত এসব তথ্য পাওয়া যায়।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১২ লাখ ৫৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭৫ হাজার ৬৬২ জন।

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ইউরোপের দেশ স্পেন। সেখানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার মানুষ। তবে মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন ৩০ হাজার ৬৮৯ জন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৯০০ জন।

এছাড়া তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ ইতালি। সেখানে ২ লাখ ১৫ হাজার আক্রান্ত হয়েছেন মারা গেছেন ২৯ হাজার ৯৫৮ জন।