প্রচ্ছদ হেড লাইন বিশ্বজুড়ে দুই লাখের কাছাকাছি করোনায় মৃত্যু

বিশ্বজুড়ে দুই লাখের কাছাকাছি করোনায় মৃত্যু

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

বিশ্বের অন্যতম আতঙ্ক করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এই ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত এক লাখ ৯৭ হাজার ২৪৬ জন মারা গেছেন। এছাড়া এদের মধ্যে সাত লাখ ৯৮ হাজার  ৭৭৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।

ওই সংস্থার তথ্যানুযায়ী, ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩০ হাজার ৮২ জন। এদের মধ্যে ১৭ লাখ ৭৫ হাজার ৫৩৭ জনের রয়েছে মৃদু সংক্রমণ। তবে ৫৮ হাজার  ৫২৩  জনের অবস্থা গুরুতর।

সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা নয় লাখ ২৫ হাজার ৩৮ জন। মৃত ৫২ হাজার একশ ৮৫ জন। স্পেনে করোনা রোগীর সংখ্যা দুই লাখ ১৯ হাজার  ৭৬৪ জন। মারা গেছে ২২ হাজার ৫২৪ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৯২ হাজার  ৯৯৪, মারা গেছেন ২৫ হাজার ৯৬৯। ফান্সে আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ৮২৮ জন, মারা গেছেন ২২ হাজার ২৪৫ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৫৪ হাজার ৯৯৯ জন, মারা গেছেন ৫ হাজার ৭৬০ জন, যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৪৬৪ জন, মারা গেছেন ১৯ হাজার ৫০৬ জন।

অন্যদিকে এখন পর্যন্ত বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৮৯ জন। এদের মধ্যে মারা গেছেন ১৩১ জন। এছাড়া সুস্থ হয়েছে ১১২ জন।