প্রচ্ছদ আর্ন্তজাতিক বিল গেটসের মেয়ে সম্পর্কে ‘ভীতিকর পরিমাণ’ তথ্য জানতেন ট্রাম্প

বিল গেটসের মেয়ে সম্পর্কে ‘ভীতিকর পরিমাণ’ তথ্য জানতেন ট্রাম্প

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস বলেছেন, তার মেয়ে দেখতে কেমন সে ব্যাপারে ‘ভীতিকর পরিমাণ’ তথ্য জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তার কাছে দুবার এইচআইভি ও এইচপিভি’র মধ্যকার পার্থক্য সম্পর্কে জানতে চেয়েছেন।

সম্প্রতি বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের একটি বৈঠকে এ কথা বলেছেন বিল গেটস। সংবাদমাধ্যম এমএসএনবিসি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

গেটস বৈঠকে উপস্থিত কর্মীদের জানান, ফ্লোরিডায় একটি ঘোড়া প্রদর্শনীতে তার মেয়ের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। ‘এর ২০ মিনিট পর তিনি একটি হেলিকপ্টারে করে সেখান থেকে চলে যান। স্পষ্টতই তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন, তবে তিনি হেলিকপ্টারে মহাসমারোহে প্রবেশ করতে চেয়েছিলেন।’

২০১৬ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গেটস।

তিনি বলেন, ‘আমি যখন প্রথমবার তার সঙ্গে কথা বললাম তখন দেখলাম, আমার মেয়ে দেখতে কেমন সে ব্যাপারে তিনি আতঙ্কজনভাবে বেশি তথ্য জানেন। মেলিন্ডা বিষয়টিকে ভালোভাবে নেয়নি।’

এরপর গত বছরের মার্চে ট্রাম্পের সঙ্গে দেখা হয় গেটসের। ওই সময় ট্রাম্প টিকা সম্পর্কে গেটসের মতামত জানতে চান।

বিল গেটস বলেন, দুবারই তিনি আমার কাছে জানতে চাচ্ছিলেন, এইচআইভি ও এইচপিভির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা্। তাই আমি তাকে ব্যাখ্যা করে বলেছিলাম, এই দুটির পার্থক্য বিভ্রান্ত করার সুযোগ নেই।’

প্রসঙ্গত, মুখের মাধ্যমে যৌনতার কারণে হিউম্যান পেপিললোমা ভাইরাস বা এইচপিভি ভাইরাস জন্ম নেয়। এইচপিভি ভাইরাস মুখ, গলা ও শরীরের অন্যান্য সংবেদনশীল অংশে ক্যান্সারের জন্ম দেয়। এইচআইভি বা হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস সংক্রমন এইডস রোগের কারণ। সাধারণত অনিরাপদ যৌন সম্পর্ক এবং এইচআইভি সংক্রমিত রক্ত আদান-প্রদানের মাধ্যমে এই রোগ ছড়ায়।