প্রচ্ছদ আর্ন্তজাতিক বিমানটি ছিল ৩৯ বছরের পুরনো, দুই দিনের রাষ্ট্রীয় শোক

বিমানটি ছিল ৩৯ বছরের পুরনো, দুই দিনের রাষ্ট্রীয় শোক

কিউবার রাজধানী হাভানায় একটি বিমান বিধ্বস্তে শতাধিক যাত্রী নিহত হওয়ার পর দেশটিতে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আর মেক্সিকান কোম্পানি এরিলাইনাস দোমোজের কাছ থেকে ভাড়া নেওয়া দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল ৩৯ বছরের পুরনো। খবর বিবিসির।

কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শতাধিক যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭ নামের বিমানটি  হাভানার রোজ মার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এতে ১১০ জন যাত্রী ও ক্র সদস্যের মধ্যে কেবল তিনজন বেঁচে রয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।

আল-জাজিরা জানায়, দুর্ঘটনাটি দেশটির ইতিহাসে ১৯৮০ সালের পর সবচেয়ে ভয়াবহ এবং ২০১০ সালের পর তৃতীয় বড় বিমান দুর্ঘটনা।

বিবিসি বলছে, ঘটনার পর দেশটিতে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল।

খবরে বলা হয়, মেক্সিকান কোম্পানি এরিলাইনাস দোমোজের কাছ থেকে বিমানটি ভাড়া নিয়েছিল কিউবার রাষ্ট্রীয় বিমান সংস্থা কিউবানা দে আভিসিয়োন।

মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি ১৯৭৯ সালে নির্মিত হয়েছিল এবং গত নভেম্বরে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল।