প্রচ্ছদ সারাদেশ চট্টগ্রাম বিভাগ বান্দরবানে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

বান্দরবানে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

বান্দরবানের ভাগ্যকূলে বন্যহাতির আক্রমণে মো. শফিক (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার ভোরে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় ৫-৬টি বন্যহাতির একটি দল হানা দেয়। এ সময় বাড়ি থেকে বেরিয়ে পালানোর সময় বন্যহাতি পায়ের নিচে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই কৃষক শফিকের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা হাতির দলটিকে তাড়িয়ে কৃষকের মরদেহ উদ্ধার করে।

সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, বন্যহাতির একটি দল সুয়ালক ইউনিয়নের ভাক্যকুল ও গয়ালমারা এলাকায় বিচরণ করছে। ৫-৬টি বন্যহাতি বসতবাড়িতে হানা দিলে পালানোর সময় হাতির আক্রমণে ওই কৃষকের মৃত্যু হয়।

সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, হাতির আক্রমণে নিহত কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।