প্রচ্ছদ সারাদেশ বরিশাল বিভাগ বরগুনার তালতলীতে সোনালী ব্যাংক নেই, ভোগান্তী চরমে

বরগুনার তালতলীতে সোনালী ব্যাংক নেই, ভোগান্তী চরমে

কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনাঃ বরগুনার তালতলী উপজেলায় সোনালী ব্যাংক না থাকায় চরম ভোগান্তীর স্বীকার সরকারী-বেসরকারী শিক্ষক কর্মচারীসহ নব-গঠিত তালতলী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীসহ এলজিইডির ঠিকাদারগন। এ ছাড়াও তালতলী বাজারে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লেনদেন চললেও কোন সোনালী ব্যাংক না থাকায় সাধারন ব্যাবসায়ীরা চরম ভোগান্তীর স্বীকার হচ্ছে। দক্ষিনবঙ্গের তালতলী উপজেলার বৃহৎ গরুর বাজার ও ধান-চাউল বিক্রির জন্য তালতলী বাজার বিখ্যাত। সরকারী গোডাউনের বড় টার্গেট ধান-চাউল এখান থেকে ক্রয় হয় এবং উত্তরের বড় বড় গরুর ব্যাবসায়ী(ধুরীর নৌকা) নিয়মিত এখানে এসে শত শত গরু মহিষ-ক্রয় করে। উপজেলার বাজার গুলোর মধ্যে এ বাজার থেকে সরকারের রাজস্ব আয় হয় অনেক বেশী। উপজেলা পরিষদের রাজস্ব হিসাব অনুযায়ী তালতলী বাজার প্রথম তালিকায় । এখানে সরকারী প্রাথমিক বিদ্যালয়, তালতলী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ,তালতলী ডিগ্রী কলেজ, দাখিল মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ, ডাক বাংলো,বে-সরকারী সংস্থা এনএসএস,আশা, কোডেক,এসডিএফ, গ্রামীন ব্যাংক,কারিতাস আঞ্চলিক অফিস, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রায় পাঁচ শতাধিক মুদি-মনোহরী দোকানসহ শতাধিক পাইকারী মহাজনী দোকানপাট রয়েছে। উলেখ্য যে, তালতলী বাজারে সোনালী ব্যাংক না থাকায় উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী স্কুল-কলেজ, মাদ্রাসায় চাকুরীরত শিক্ষকদের পটুয়াখালীজেলার কলাপাড়া উপজেলার উপর দিয়ে অন্য উপজেলা আমতলী গিয়ে আমতলীসোনালী ব্যাংক থেকে দীর্ঘদিন পর্যন্ত বেতন-ভাতা তুলতে হচ্ছে। আর এ ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেনা তালতলী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা হওয়া সত্বেও অত্র এলাকায় কোন সোনালী ব্যাংক না থাকায় মাস শেষে বেতন তুলে আমতলী থেকে কর্মস্থল তালতলী আসতে জান ও মালের নিরাপত্তা হীনতায় ভূগছে সাধারন ব্যবসায়ী ঠিকাদারসহ শিক্ষক কর্মচারী ও বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীগন। বিষয়টি সংশিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া খুবই জরুরী