প্রচ্ছদ আর্ন্তজাতিক প্রধানমন্ত্রী বরখাস্ত, শ্রীলঙ্কার ক্ষমতায় ফের রাজাপাকসে

প্রধানমন্ত্রী বরখাস্ত, শ্রীলঙ্কার ক্ষমতায় ফের রাজাপাকসে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করে তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসকে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপাল সিরিসেনা শুক্রবার তার পূর্ববর্তী প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। ক্ষমতাসীন জোটের পতনের পর তাকে এ দায়িত্ব দেয়া হলো।

সিরিসেনার দল ইউনাইটেড পিপলস এলায়েন্স পার্টি (ইউপিএফএ) ক্ষমতাসীন জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার পর রনিল বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়।

সিরিসেনা ২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসেকে পরাজিত করেছিলেন।

বিরোধী দলগুলো বলছে, প্রেসিডেন্টের এই পদক্ষেপ অসাংবিধানিক।

বিক্রমাসিংহ বলেন, ‘আমিই প্রধানমন্ত্রী এবং হাউসে আমারই সংখ্যাগরিষ্ঠতা বেশি। সংবিধান অনুসারে আমিই প্রধানমন্ত্রী। আমাকে সরিয়ে দেয়া সম্পূর্ণ অবৈধ।’

এর প্রতিক্রিয়া হিসেবে অর্থমন্ত্রী মঙ্গলা সামারভাইরা গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রনিলকে পদচ্যুত করতে পারেন না। এটি একটি গণতন্ত্রবিরোধী অভ্যুত্থান।’