প্রচ্ছদ আজকের সেরা সংবাদ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে বিদেশি কূটনীতিকরা

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে বিদেশি কূটনীতিকরা

শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-চক্রে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সবুজ লনে ২৮ জানুয়ারি, সোমবার বিকেলে এ চা-চক্রের আয়োজন করা হয়।

বিকেল সাড়ে তিনটার আগে থেকেই অনুষ্ঠানে যোগ দিতে গণভবনে আসতে শুরু করেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। প্রধানমন্ত্রী বিকেল চারটার কিছু পর অনুষ্ঠানস্থলে আসেন। ঘুরে ঘুরে কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় কূটনীতিকরাও ফুল দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

ফুচকা, চটপটি ছাড়াও বিদেশি অতিথিদের আপ্যায়নের তালিকায় ছিলো ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি পিঠা, কদমা, মোয়া, মুরালিসহ বিভিন্ন ধরনের পিঠা। এছাড়া নানা জাতের ফল, মুরগি, খাসি ও গরুর কাবাব, চা-কফিসহ বাঙালির ঐতিহ্যবাহী খাবারও ছিলো অতিথিদের পাতে।