প্রচ্ছদ আর্ন্তজাতিক পূর্ব নির্ধারিত দিনেই কিমের সঙ্গে বৈঠক: ট্রাম্প

পূর্ব নির্ধারিত দিনেই কিমের সঙ্গে বৈঠক: ট্রাম্প

অবশেষে আলোচনায় বসতে চলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে বৈঠকের সাফল্য নিয়ে উচ্ছসিত ট্রাম্প জানিয়েছেন, বৈঠক হবে পূর্ব নির্ধারিত দিনেই। অর্থাৎ ১২ জুন সিঙ্গাপুরে। উত্তর কোরিয়ার কোনো রাষ্ট্রনায়কের সঙ্গে এই প্রথম মুখোমুখি হবেন কোনো মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার ট্রাম্প বলেন, ‘‘আমরা এই বৈঠকে যোগ দেব। এই বৈঠকের মধ্যে দিয়ে একটি প্রক্রিয়া শুরু করতে চলেছি।’’ তবে তিনি জানিয়ে দেন বৈঠকে বসলেও দুই দেশের মধ্যে কোনো চুক্তি সাক্ষরিত হবে না।

সিঙ্গাপুরে ঐতিহাসিক ট্রাম্প-কিম শীর্ষ সম্মেলন নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান বার বার বদল হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়। একটা সময় বৈঠক হবে কীনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন কূটনৈতিক মহল। কিন্তু উত্তর কোরিয়ার কিম জং উন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পরই অবস্থান বদল করেন ট্রাম্প।