প্রচ্ছদ আজকের সেরা সংবাদ পুন:নির্বাচনের দাবি অযৌক্তিক ও গণবিরোধী: আওয়ামী লীগ

পুন:নির্বাচনের দাবি অযৌক্তিক ও গণবিরোধী: আওয়ামী লীগ

জাতীয় ঐক্যফ্রন্টের পুন:নির্বাচনের দাবি আওয়ামী লীগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুর রহমান একথা বলেন।

তিনি বলেছেন, আমরা তাদের এ দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। তাদের পুন:নির্বাচনের দাবি অযৌক্তিক ও গণবিরোধী। এই দাবি করে জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঐক্যফ্রন্ট। জনগণ এর জবাব দেবে। একই সঙ্গে ঐক্যফ্রন্টের বক্তব্য প্রত্যাহার করার জন্যও অনুরোধ করেন আওয়ামী লীগের এই নেতা।

আব্দুর রহমান বলেন, আজ প্রমাণ হলো বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে আছে। তারা সততাকে সম্মান দেয়। শেখ হাসিনাকে ভালোবাসে। তবে আমরা এ জয়ে কোনো আনন্দ মিছিল করবো না। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করবো। শুকরিয়া জানাবো।