প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ পীরগঞ্জে মহাসড়কে ডাকাতি, আহত – ৩

পীরগঞ্জে মহাসড়কে ডাকাতি, আহত – ৩

বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) ঃ রংপুরের রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলা সীমান্ত বিটিসি নামক স্থানে ৫ আগষ্ট রোববার রাতে ঢাকা থেকে রংপুরগামী রাকিব এন্টারপ্রাইজ নামের একটি নৈশ কোচে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে।
পুলিশ জানায়, ঢাকায় ৬/৭ জনের একটি সংঘবদ্ধ চক্র যাত্রী বেশে কোচটিতে উঠে পড়ে । কোচটি বর্ণিত সময়ে মহাসড়কের পীরগঞ্জ উপজেলা সীমানায় বিটিসি নামক স্থানে পৌছুলে ডাকাতরা গাড়ীর চালক শফিউল কে ছুরিকাঘাত করে কোচটির নিয়ন্ত্রন নেয়। এরপর যাত্রীদের এলোপাথাড়ী মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মুল্যবান সামগ্রীসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুন্ঠন করে পীরগঞ্জ উপজেলার আংরার ব্রীজ নামক স্থানে নির্বিঘেœ নেমে পড়ে। ডাকাতদের ছুরিকাঘাতে আহত চালক শঠিবাড়ির শফিউল (৪১),বাসের যাত্রী উলিপুর এলাকার মেহেদি (২৫) ও চিলমারী এলাকার আহাদ আলী (৪৫) কে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেরে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, রাকিব এন্টারপ্রাইজের সুপার ভাইজার বাদী হয়ে এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।