প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনা রোধে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনা রোধে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা মির্জা আবুল কালাম দুলালের মৃত্যুতে ঘাত ট্রাক ও চালককে আটকের দাবীতে নাগরিক কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। পঞ্চগড় জেলার সকল সড়কে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আবুল কালাম দুলাল এর করুণ মৃত্যু সহ অতিসম্প্রতি জেলার বিভিন্ন স্থানে সংঘটিত দূর্ঘটনায় ব্যাপক হতাহতের সকল ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের দাবীতে ডিসি অফিস ঘেরাওসহ স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার পঞ্চগড় শেরে বাংলা পার্ক অন্মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে সড়ক দূর্ঘটনা রোধে ৭ দফা দাবি আদায়ে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে স্বারকলিপি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দিন আহম্মেদ, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড় নাগরিক কমিটির সভাপতি বশিরুল আলম প্রধান, পঞ্চগড় নাগরিক কমিটির সম্পাদ এরশাদ হোসেন সরকার, ব্যারিষ্টার তাসমিমা প্রধান জুই বিভিন্ন সামাজিক- রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।