প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ নড়াইলে ৪ দিনব্যাপি আয়কর মেলা উদ্বোধন

নড়াইলে ৪ দিনব্যাপি আয়কর মেলা উদ্বোধন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: “উন্নয়ন ও উত্তরণ-আয়করের অর্জন, আয় করে প্রবৃদ্ধি-দেশ ও দশের সমৃদ্ধি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ৪ দিনব্যাপি আয়কর মেলা শুরু হয়েছে। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা এ আয়কর মেলা উদ্বোধন করেন। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় মেলা উদ্বোধন শেষে উপকর কমিশনার (সার্কেল-১৫ নড়াইল) অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগ্ম কর কমিশনার মোঃ মুহিতুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, নড়াইল পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ হাসানুজ্জামান, জেলা আয়কর আইনজীবী সমিতির শরীফ হুমায়ুন কবীর, কর বাহাদুর আলহাজ্জ মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ। প্রতিদিন সকাল ৯টা হতে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা শেষ হবে আগামী ১৮ নভেম্বর রবিার। মেলায় কয়েকটি বুথের মাধ্যমে আয়কর প্রদান কার্যক্রম সহজীকরণে ও ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠানের মধ্যে ছিল আয়কর রিটার্ন গ্রহণ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস, আয়কর আইনজীবী সমিতি, সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র নড়াইল জেলা, জাতীয় সঞ্চয় অফিস, মহিলা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পরামর্শ ও সেবা কেন্দ্র, রিটার্ন ফরম পূরণ সংক্রান্ত পরামর্শ।