প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ নড়াইলের শিক্ষার্থীদের পরিক্ষা দিতে জেতে হবে যশোরে বিপাকে শিক্ষার্থীরা!

নড়াইলের শিক্ষার্থীদের পরিক্ষা দিতে জেতে হবে যশোরে বিপাকে শিক্ষার্থীরা!

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে নড়াইলে অনার্স ৪র্থ বর্ষ (বিশেষ) পরীক্ষায় নড়াইল সরকারি মহিলা কলেজে কেন্দ্র পরিবর্তন হয়ে যশোর সরকারি মহিলা কলেজে হওয়ায় বিপাকে পড়েছে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ ও লোহাগড়া সরকারী কলেজের পরীক্ষার্থীরা। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, অফিস সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর হতে অনার্স ৪র্থ বর্ষ (বিশেষ) পরিক্ষা শুরু হবে। নড়াইলে অনার্স ৪র্থ বর্ষ (বিশেষ) পরীক্ষায় মোট ১৫৯ জন পরীক্ষার্থী রয়েছে এর মধ্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে ১২৩জন ও লোহাগড়া সরকারি আদর্শ কলেজে ২৩জন পরীক্ষার্থী। প্রতি বছর নড়াইল সরকারী মহিলা কলেজে পরিক্ষা অনুষ্ঠিত হলেও এ বছর নড়াইলের অনার্স ৪র্থ বর্ষ (বিশেষ) পরিক্ষার্থীদের লোহাগড়া সরকারী কলেজ থেকে ৫০ কিলোমিটার এবং নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ থেকে ৩৫ কিলোমিটার দূরে যেয়ে পরিক্ষা দিতে হবে। নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী ডালিয়া পারভীন, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, প্রতিবছর নড়াইল জেলার সকল পরিক্ষার্থীদের নড়াইলের মহিলা কলেজে কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর হঠাৎ করে কেন্দ্র পরিবর্তন করে যশোর জেলার মহিলা কলেজে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার সিন্ধান্ত নেয়া হয়েছে। এতে তারা (শিক্ষার্থীরা) বিপাকে পড়েছে। বরাবরের ন্যয় এবছরও নড়াইল সরকারী মহিলা কলেজে পরিক্ষা নেওয়ার দাবী জানান এই শিক্ষার্থী। একই কলেজের আর এক শিক্ষার্থী ফয়সাল জানান, নড়াইল থেকে যশোর যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে যশোর যেয়ে পরিক্ষা দিতে হলে তাদের অনেক সমস্যা হবে। নড়াইলের যে কোন কলেজে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবী জানান তিনি। নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যাক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, আগামী ২৮ অক্টোবর হতে এ পরীক্ষা শুরু হতে যাচ্ছে প্রতিবছর নড়াইলে পরিক্ষা হলেও আগামী পরিক্ষা যশোরে অনুষ্ঠিত হবে। পরবর্তী বছরে চেষ্ঠা করা হবে নিজ নিজ জেলাতে পরিক্ষা নেওয়ার।