প্রচ্ছদ হেড লাইন নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স হাইকোর্টে

নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স হাইকোর্টে

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের নথি হাইকোর্টে পৌঁছেছে।

মঙ্গলবার দুপুরে পুলিশি নিরাপত্তায় ফেনী নারী ও শিশু ট্রাইব্যুনাল থেকে এই নথি পাঠানো হয়।

রায় ঘোষণার সাত কার্যদিবসের মধ্যে ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠানোর বিধান রয়েছে।

২৪শে অক্টোবর ফেনীর সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে পুড়িয়ে হত্যার মামলায় ওই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ জনকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছে। আসামিরা সবাই কারাগারে আছেন।