প্রচ্ছদ রাজনীতি নির্বাচনে পরাজয়ের কারণেই বিএনপির নানা অভিযোগ: ওবায়দুল কাদের

নির্বাচনে পরাজয়ের কারণেই বিএনপির নানা অভিযোগ: ওবায়দুল কাদের

একাদশ জাতীয় নির্বাচনে পরাজয়ের কারণেই বিএনপি এখন নানা অভিযোগ করছে। কিন্তু এসব ধোপে টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে সড়ক বিভাগের ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনের গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৮৬টি এবং বিরোধীপক্ষ বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র আটটি আসন। তাঁরা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন। এবং পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন।

এই পরিপ্রেক্ষিতেই ওবায়দুল কাদের বলেন, ‘সরকার গঠনের আগেই গণতান্ত্রিক বিশ্বের অভিনন্দন আমাদের প্রধানমন্ত্রী পেয়ে গেছেন। কাজেই নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তুলেন, তাঁরা নির্বাচনে হেরে গেছেন বলেই হেরে যাওয়ার বেদনা থেকেই এসব অভিযোগ, এসব প্রশ্ন তুলছেন।’

‘কারণ তাদের এ অভিযোগ ধোপে টেকে না। এটার কোনো বাস্তবতা নেই। এটার কোনো যৌক্তিকতাও নেই। দেশে-বিদেশে কোথাও এর কোনো স্বীকৃতি নেই। জনগণ খুব খুশি’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।