প্রচ্ছদ আজকের সেরা সংবাদ নিউইয়র্ক ভিত্তিক চিকিৎসককে নিয়ে ফেসবুকে কেন এত বিতর্ক?

নিউইয়র্ক ভিত্তিক চিকিৎসককে নিয়ে ফেসবুকে কেন এত বিতর্ক?

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি দেশে ফেরা একজন বাংলাদেশি চিকিৎসককে নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরণের বিতর্ক চলছে।

কোভিড-১৯ নিয়ে করা ফেসবুক লাইভ দিয়ে নিউইয়র্ক ভিত্তিক এই চিকিৎসক সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পান।

কিন্তু ৭ই জুন বাংলাদেশে ফেরার পর তাকে আনুষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠায় কর্তৃপক্ষ, আর এরপরই বিষয়টির পক্ষ-বিপক্ষে নানা রকম আলোচনা শুরু হয়।

কেন বিতর্ক?

ডা. ফেরদৌস খন্দকার সম্প্রতি বাংলাদেশে ফিরে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিতে চান—সামাজিক মাধ্যমে এমন ঘোষণা দেন। তখন থেকেই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। রোববার তিনি কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরার পর এয়ারপোর্ট থেকেই তাকে আনুষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলা আলোচনা এরপর বিতর্কে রূপ নেয়।

বিতর্কের মূল কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে আসা ওই বিশেষ ফ্লাইটে মোট ১২৯ জন যাত্রী ছিলেন, যাদের ১২৮ জনকেই হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। একমাত্র ওই চিকিৎসক ফেরদৌস খন্দকারকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। বিবিসি