প্রচ্ছদ খেলাধুলা নাইজেরিয়াকে হারালেই দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা!

নাইজেরিয়াকে হারালেই দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা!

শুক্রবার (২২ জুন) মাঠে নামে আইসল্যান্ড ও নাইজেরিয়া কিন্তু সে ম্যাচে আইসল্যান্ড জিতলেই কপাল পুড়তো মেসির আর্জেন্টিনার।

এদিকে, শুক্রবার মাঠে নেমেই বল পায়ে তাণ্ডব চালিয়েছে নাইজেরিয়ার সুপার ফরোয়ার্ড আহমেদ মূসা। তার জোড়া গোলে সুপার ষোলোতে ওঠার কিছুটা আশা বেঁচে রয়েছে আর্জেন্টিনার। অপরদিকে নাইজেরিয়াও দেখছে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন।

যাদের আশা বাঁচিয়ে রাখলেন আহমেদ মূসা, সেই মেসিদের বিপক্ষেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লড়বে নাইজেরিয়া। সেটি আলবিসেলেস্তেদেরও শেষ ম্যাচ। সেই ম্যাচে দু’দলের যে জিতবে তারাই উঠে যাবে দ্বিতীয় পর্বে।

অর্থাৎ নাইজেরিয়াকে হারালেই শেষ ষোলো নিশ্চিত আর্জেন্টিনার। আর আর্জেন্টিনার হারলে শেষ ষোলো নিশ্চিত হবে নাইজেরিয়ার।

এজন্য অবশ্য ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনা-নাইজেরিয়াকে। আইসল্যান্ডের কাছে ক্রোয়েশিয়া না হারলেই শেষ ষোলো নিশ্চিত হবে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে জয়ী দলের।

প্রসঙ্গ, ক্রোয়েশিয়ার কাছে গত ২১ জুন রাতে ৩-০ গোলে লজ্জাজনকভাবে হেরে যায় আর্জেন্টিনা।