প্রচ্ছদ শিক্ষাঙ্গন নদীপাড়ের শিক্ষা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নদীপাড়ের শিক্ষা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙন প্রবণ নদীর কাছে সংকটকালে সরিয়ে নেয়ার মতো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এবছর বর্ষা মৌসুমে পদ্মা ও মেঘনা নদীতে একের পর এক বহুতল স্কুল ভবন বিলীন হওয়ার প্রেক্ষাপটে এই নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, আমরা যে নদীর বুকে ঘর বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান বানাই এ সময় কি আমরা চিন্তা করি কার কুলে, কোথায় বানাচ্ছি? প্রধানমন্ত্রী বলেন, মুন্সীগঞ্জের লোকজন পদ্মা নদীর কিনারায় সরিয়ে নেয়ার যোগ্য করে টিনের একতলা দোতলা করে সুন্দর বাড়িঘর তৈরি করত। ভাঙন শুরু হলে তারা নিরাপদ জায়গায় বাড়ি-ঘর তুলে নিয়ে আরেক জায়গায় বসিয়ে দিতে পারত।

পরিকল্পনামন্ত্রী জানান, সরকারি স্থাপনা তৈরির ক্ষেত্রেও ওই পদ্ধতি অনুসরণের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা মডেল ডেভেলপ করেন এসব জায়গায় স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ এমনভাবে তৈরি করতে হবে যাতে হুমকির সম্মুখীন হলে যেন সরিয়ে নেয়া যায়।

এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে জানান মন্ত্রী মান্নান।