প্রচ্ছদ রাজনীতি নির্বাচন ধানের শীষ পেলেন ”যুদ্ধাপরাধী” সাঈদীর ছেলে শামীম

ধানের শীষ পেলেন ”যুদ্ধাপরাধী” সাঈদীর ছেলে শামীম

ধানের শীষ প্রতীকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী। পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে তিনি প্রার্থি হয়েছেন। শনিবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।এর আগে এ আসনটিতে শামীম সাঈদীসহ বিএনপি নেতা ব্যরিস্টার এম সরোয়ার হোসেন,  জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে বিএনপি জোট থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছিল।বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠিতে শামীম সাঈদীকে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।জানা যায়, ২০ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামী এবার ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে। নির্বাচন কমিশনে নিবন্ধন হারানো এ দলটি সবশেষ ২০০৮ সালের নির্বাচনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় নির্বাচন করেছিল।মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডিত হয়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী এখন কারাবন্ধী। সাঈদীর সেজ ছেলে মাসুদ সাঈদী ইন্দুরকানি উপজেলা পরিষদের চেয়ারম্যান।