প্রচ্ছদ সারাদেশ দৌলতপুরে কৃষি ব্যাংকের ম্যানেজার করোনায় আক্রান্ত : শাখা লকডাউন

দৌলতপুরে কৃষি ব্যাংকের ম্যানেজার করোনায় আক্রান্ত : শাখা লকডাউন

 
মানিকগঞ্জ :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) রকিবুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (০৬ মে) ব্যাংকের ঐ শাখা লকডাউন ঘোষনা ও ব্যাংকের অন্যান্য ষ্টাফদের আইসোলেশনে রাখার নির্দেশ প্রদান করেছে উপজেলা প্রশাসন।
এবং তিনি যার যার সংস্পর্শে এসেছেন তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য  উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন ।
জানাগেছে, ম্যানেজারের দেশের বাড়ি কুষ্টিয়া তিনি ঢাকা মিরপুর থেকে প্রতিদিন অফিস করতেন। এছারা তার ছেলেও অসুস্থ বলে জানা গেছে ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী বলেন ,ব্যাংক লকডাউন করা হয়েছে এবং রকিবুল ইসলামের ষ্টাফদের আইসোলেশনে রাখা হবে তিনি যাদের সংস্পর্শে ছিলেন প্রত্যেককের নমুনা পরিক্ষা করা হবে।
লকডাউন ঘোষনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জুয়েল আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান একে এম নাছির উদ্দিন প্রমুখ।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডাঃ আখন্দ জানান এ পর্যন্ত মানিকগঞ্জে ২২ জন কোরনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ওই ব্যাংক কর্মকর্তাকে মানিকগঞ্জের হিসাবে ধরা হবেনা। এ পর্যন্ত মানিকগঞ্জের ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রেজাল্ট পাওয়া গেছে ৮২১ জনে। আক্রান্ত ২২ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৬জন।