প্রচ্ছদ খেলাধুলা দেশে ফিরে যা বললেন রোনালদো

দেশে ফিরে যা বললেন রোনালদো

রাশিয়া বিশ্বকাপের শুরুটা দারুণ হলেও নকআউট পর্বে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুই বলতে চাননি বর্তমান ফুটবলের এই নক্ষত্র। তবে দেশে ফিরে এবার মুখ খুললেন পর্তুগিজ সুপারস্টার।

তবে কোনো সাক্ষাত্কারে নয়, বরং টুইটারকেই বেছে নিয়েছেন রোনালদো। রাশিয়ায় বিশ্বকাপে পাশে থাকার জন্য পর্তুগাল সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন সিআর সেভেন। তবে দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন কিনা সেটি এখনও নিশ্চিত করেননি তিনি।

পর্তুগালের জাতীয় পতাকার ছবি পোস্ট করে টুইট করেছেন সিআর সেভেন। সেখানে তিনি লিখেছেন, “অতীতের মত ভবিষ্যতেও আপনাদের সমর্থন আমাদের জন্য খুবই জরুরি। ধন্যবাদ পর্তুগাল, ধন্যবাদ সবাইকে।”

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর জাতীয় দলে তাঁর ভবিষ্যত নিয়েও মুখ খোলেননি তিনি। শুধু বলেছেন এখন সঠিক সময় নয় এ বিষয়ে কিছু বলার।