প্রচ্ছদ আজকের সেরা সংবাদ দেশের কোন জেলায় কতজন করোনা আক্রান্ত

দেশের কোন জেলায় কতজন করোনা আক্রান্ত

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :
দিন দিন মহামারি আকার ধারণ করছে করোনা। দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২০৯ জন। আর মারা গেছে ৭ জন। এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৪৬ জন। আর এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ১০১২ জন। আরও তিনজন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪২ জন।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিং এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৯০৫ জনের। এখন পর্যন্ত আক্রান্তদের মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।আইইডিসিআরের তথ্য মতে জেলাওয়ারি আক্রান্তের সংখ্যা হলো- ঢাকা ৪০৭, নারায়ণগঞ্জ ১৪৪, গাজীপুর ৩৫, নরসিংদী ২০, মাদারীপুর ১৯, চট্টগ্রাম ১৮, মুন্সিগঞ্জ ১৭, কিশোরগঞ্জ ১০,  কুমিল্লা ৯, টাঙ্গাইল ৭, রাজবাড়ী ৬, গাইবান্ধা ৬, জামালপুর ৬, চাঁদপুর ৬, ব্রাহ্মণবাড়িয়া ৬,  ময়মনসিংহ ৫, মানিকগঞ্জ ৫, রংপুর ২,  শেরপুর ২, নীলফামারী ৩, গোপালগঞ্জ ৩,  ঠাকুরগাঁও ৩, ঝালকাঠী ৩, শেরপুর ২, চুয়াডাঙ্গা ১, শরীয়তপুর ১, বরগুনা ৩, পটুয়াখালী ২, বরিশাল ২, রাজশাহী ২, কক্সবাজার ১, মৌলভীবাজার ১, সিলেট ১, হবিগঞ্জ ১ , নেত্রকোনা ১, লালমনিরহাট ১ ও সুনামগঞ্জ ১।উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যা ব ও পুলিশ।