প্রচ্ছদ আর্ন্তজাতিক দুবাইয়ে ৪৭ তলা ভবনে ভয়াবহ আগুন

দুবাইয়ে ৪৭ তলা ভবনে ভয়াবহ আগুন

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

সংযুক্ত আরব আমি’রাতের (দুবাই) শারজাহর আল নাহদা অঞ্চলের একটি আবাসিক ভবনে মঙ্গলবার (৫ মে) রাত নয়টা চল্লিশ এর দিকে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেখানে ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স পৌঁছে। তবে এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সংবাদ মাধ্যম গালফ নিউজের বরাতে জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে’ই ৪৭তলা বিশিষ্ট আবকো টাওয়ার থে’কে সকল বা’সিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে খালিদ টাইমস জানায়, ভবনটির সঙ্গে থাকা ব্যাঙলোর রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পার্শ্ববর্তী মিনা ফায়ার স্টে’শন থেকে আল নাহদায় আবকো টাওয়ারের উদ্দেশ্যে রাত আনুমানিক ৯টা ৪৫-এ ফায়ারসার্ভিসের সাহায্য পাঠানো হয়।

এখনো পর্যন্ত হতাহতের কোন খবর না পাওয়া গেলেও উদ্ধারকারীরা জানিয়েছেন তারা খোঁজ চালিয়ে যাচ্ছেন। আশেপাশের আরো পাঁচটি ভবনও সম্পূ’র্ণ খালি করা হয়েছে।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস, খালিজটাইমস