প্রচ্ছদ জাতীয় দক্ষিণ কোরিয়া থেকে ১০টি ইঞ্জিন আনছে রেলওয়ে

দক্ষিণ কোরিয়া থেকে ১০টি ইঞ্জিন আনছে রেলওয়ে

দক্ষিণ কোরিয়ার  হুন্দাই রোটেম কোম্পানি থেকে ১০টি রেল ইঞ্জিন ক্রয় করতে যাচ্ছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ বিষয়ে কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন করেছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রেলভবনে রেলমন্ত্রী মুজিবুল হকের উপস্থিতিতে বাংলাদেশ রেলওয়ে এবং হুন্দাই রোটেমের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, ২৯৭ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৫৬০ টাকা ব্যয়ে ১০টি লোকোমেটিভ বা ইঞ্জিন বাংলাদেশ রেলের বহরে যুক্ত হবে। ২৪ মাসের মধ্যে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ইঞ্জিনগুলো সরবরাহ করবে।