প্রচ্ছদ আর্ন্তজাতিক তুষারে বিপর্যস্ত কাশ্মীর, জন-জীবনে বিপর্যয়

তুষারে বিপর্যস্ত কাশ্মীর, জন-জীবনে বিপর্যয়

টানা তুষারপাতে জন-জীবনে বিপর্যয় দেখা দিয়েছে ভারতের জম্মু-কাশ্মীরে। দু’দিন ধরে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। স্কুল-কলেজে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নিতে হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেশ কয়েকটি সড়ক তুষারপাতে বন্ধ হয়ে গেছে। যার কারণে সৃষ্টি হয়েছে যানজট।

এদিকে তুষারপাতের কারণে শ্রীনগর আন্তর্জাতিক বিমান বন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, গত দু’দিন ধরে কাশ্মীরের অধিকাংশ বাড়িতে বিদ্যুৎসংযোগ নেই। এছাড়া রাজ্যের অসংখ্য হাসপাতালেও নেই বিদ্যুৎ। তাছাড়া স্কুলে মোমবাতির আলোতেই পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের। তবে জন-জীবন স্বাভাবিক রাখতে বিদ্যুৎসংযোগ দেওয়ার চেষ্টায় নিয়োজিত রয়েছেন বিদ্যুৎ বিভাগের প্রায় ৭ হাজার কর্মী।