প্রচ্ছদ রাজনীতি ড. কামাল হোসেনের রাজনৈতিক অধঃপতন হয়েছে: হাছান মাহমুদ

ড. কামাল হোসেনের রাজনৈতিক অধঃপতন হয়েছে: হাছান মাহমুদ

২১শে আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ জড়িত-বিএনপির এমন মন্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার( ১৫ অক্টোবর) সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আদালত অবমাননার জন্য দলটির বিচার দাবি করেন তিনি। হাছান মাহমুদ বলেন, মুখে বঙ্গবন্ধুর কথা বললেও যারা তার আদর্শ মানে না, তাদের সঙ্গে জোট গঠন করা ড. কামাল হোসেনের রাজনৈতিক অধঃপতন।

এ সময় হাছান মাহমুদ বলেন, ‘ডক্টর কামাল হোসেন এখনও বলছেন তিনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ছিলেন। যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না। ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় সব প্রচার যন্ত্র থেকে নির্বাসিত করেছিল। ডক্টর কামাল হোসেন এখন তাদের সঙ্গে ঐক্য করেছেন। এটি ডক্টর কামাল হোসেনের রাজনৈতিক চরম অধঃপতন ছাড়া কিছুই নয়। ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্যে নাকি আওয়ামী লীগই দায়ী। রিজভীর এই বক্তব্য আদালত অবমাননার সামিল।’