প্রচ্ছদ আর্ন্তজাতিক ‘ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন’ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

‘ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন’ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভাষণ দেওয়ার সময় অন্তত একটি বিস্ফোরণ ঘটেছে।

শনিবারের এ ঘটনায় বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এবং এটি প্রেসিডেন্ট মাদুরোকে হত্যার ব্যর্থ চেষ্টা ছিল বলে দাবি করেছে ভেনেজুয়েলা সরকার, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, প্রাথমিক তদন্তে পাওয়া ‘সব তথ্য’ একটি ডানপন্থি চক্রান্তের দিকে ‘ইঙ্গিত করছে’ যার সঙ্গে কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার সম্পর্ক আছে, যেখানে নির্বাসিত অনেক ভেনেজুয়েলান বসবাস করে।

ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন অপরাধীকে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি, তবে বিস্তারিত আর কিছু জানাননি।