প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ ঠাকুরগাঁওয়ে আক্চা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

ঠাকুরগাঁওয়ে আক্চা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

মো: জুনাইদ কবির,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আক্চা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করে চূড়ান্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব নাসিমা আক্তার। ২০১৮-২০১৯ অর্থ বছরে আক্চা ইউনিয়ন পরিষদে রাজস্ব খাত সহ বিভিন্ন খাতে বাজেট ঘোষণা করা হয় ১ কোটি ২ লক্ষ ১৭ হাজার ৬শ টাকা।

উন্মুক্ত বাজেট অধিবেশনে আক্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ড. একেএম আজাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ডিস্ট্রিক ফ্যাসিলেটর কামরুল হাসান, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।

উন্মুক্ত বাজেট অধিবেশন শেষে আক্চা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শ্রেষ্ঠ করদাতা, শ্রেষ্ঠ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।