প্রচ্ছদ সারাদেশ রাজশাহী বিভাগ জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন এ্যাডঃ প্রদীপ কুমার সরকার

জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন এ্যাডঃ প্রদীপ কুমার সরকার

জয়পুরহাট প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বচানে জয়পুরহাট-২ আসনে ধানের শিষ মার্কায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাংলাদেশ সুপ্রীম কোর্ট শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য, ছাত্রদল ফাউন্ডেশন সুপ্রীম কোর্ট শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার সরকার। সোমবার তিনি এ বিষয়ে নিশ্চিত করেছেন।

জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলায় গঠিত জয়পুরহাট-২ আসন। আর এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছে একাধিক ব্যাক্তি। যার মধ্যে রয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ সহ আরো অনেকে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন পেতে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাংলাদেশ সুপ্রীম কোর্ট শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, এ্যাডঃ প্রদীপ কুমার সরকার। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত এ্যাডঃ বীরেন্দ্রনাথ সরকারের পুত্র। তিনি বিএনপির কর্মী হয়ে এলাকার মানুষের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে রয়েছেন। এছাড়া কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরে বিএনপি সমর্থিত মানুষের সব সময় খোজ খবর রাখেন এবং আইনগত সহায়তা প্রদান করে আসছেন।

তিনি বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন লগ্নে শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য তার মরোনত্তর দেহ দান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে ইংরেজীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং আইনে ব্যাচলর ডিগ্রী লাভ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন এবং বিএনপির রাজনীতিতে সব সময় সক্রীয় আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।

তিনি আইন পেশায় বিশেষ অবদানের জন্য একাধারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক, জেনারেল ওসমানী শাইনিং পার্সোনালিটি স্বর্ণপদক ও বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি ফাউন্ডেশন স্বর্ণপদক অর্জন করেছেন।

অ্যাডভোকেট প্রদীপ কুমার সরকার বলতে গেলে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি এর আদর্শের সাথে জড়িত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান জয়পুরহাট জেলার গোপিনাথপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ২ বার গিয়েছিলেন। অ্যাডভোকেট প্রদীপ কুমার সরকার তখন গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। শহীদ জিয়া তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছিলেন। তিনি শহীদ জিয়ার দুর্দান্ত সেই ভাষনের মর্মার্থ সেদিন কতটুকু বুঝেছিলেন জানিনা। তবে তাকে ভালবেসে ফেলেছিলেন চরমভাবে এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন সেই কিশোর বয়সেই। তারই ধারাবাহিকতায় ২০০৬ সালের ৩১ আগস্ট তিনি শহীদ জিয়া মেডিকেল কলেজের শুভ উদ্বোধন লগ্নে মানুষের কল্যাণে প্রেস কনফারেন্সের মাধ্যমে তার মরণোত্তর দেহদান করেন।

জয়পুরহাটের সর্বস্তরের মানুষের নিকট জনপ্রিয় এই ব্যক্তি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ আসনের মনোনয়ন প্রত্যাশী। তিনি যাতে জয়পুরহাট জেলার গণমানুষের কল্যাণে কাজ করার সুযোগ অর্জন করেন সেজন্য সকলের নিকট দোয়াপ্রার্থী। এ্যাডঃ প্রদীপ কুমার সরকার বলেন, আমি ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির হয়ে কাজ করে যাচ্ছি। কেন্দ্রীয় নেতাদের গ্রীন সিগন্যাল নিয়ে মাঠে কাজ করছি। আমি আশা করছি এবার দল থেকে মনোনয়ন পাব। এই আসনটি বিএনপির ঘাটি এবং বরাবরই আসন থেকে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে। বর্তমান এই আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়। তাই আমি বিএনপি থেকে মনোনয়ন পেলে জয়ী হব নিশ্চিত। যদি দল আমাকে মনোনয়ন না দেয় দল যাকে দেবে তার হয়েই কাজ করব।