প্রচ্ছদ সারাদেশ রাজশাহী বিভাগ জয়পুরহাটে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্য আটক

জয়পুরহাটে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্য আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের বৈরাগীর মোড় এলাকা থেকে তাদের আটক করে। আটককৃত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত ।

আটককৃতরা হলেন, জয়পুরহাট সদরের খঞ্জনপুর এলাকার বিলাস দাসের ছেলে ধ্রুব দাস, সাইফুল ইসলামের ছেলে আরমান অভি, রতন খন্দকারের ছেলে অর্ণব খন্দকার, বিকাশ দাসের ছেলে দ্বীপ দাস।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, র‌্যাব-৫ এর একটি বিশেষ দল এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকার চক্রটিকে ধরার চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট শহরের রেলস্টেশনের পূর্ব পার্শ্বে রৈরাগীর মোড় এলাকা থেকে প্রথমে ২জনকে আটক করা হয়, পরে তাদের তথ্য অনুযায়ী আরো ২ জনকে আটক করা হয়। এই চক্রটি বিভিন্ন ভুয়া অনলাইন গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করে কিছু বিকাশ এজেন্সির মাধ্যমে অর্থ সরবরাহ করে আসছিল।