প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ‘জেলকোডের বাইরে গিয়ে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া সম্ভব নয়’

‘জেলকোডের বাইরে গিয়ে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া সম্ভব নয়’

কারাবান্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলকোডের বাইরে গিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, আদালত যখন কাউকে শাস্তি দেন এবং তিনি কারাগারে গেলে জেলকোড অনুযায়ী আইনটা প্রযোজ্য হয়ে যায়। জেলকোডে যা আছে তার থেকে বেশি কিন্তু উনি (খালেদা জিয়া) এখনই পাচ্ছেন। সেক্ষেত্রে জেলকোডের ব্যত্যয় ঘটানো বা আইনের ব্যত্যয় ঘটানোর কোনো কারণ এখনও উদ্ভব হয়নি। আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করার ক্ষমতা সরকারের নেই।

এর আগে, সহকারী জজদের ৩৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।