প্রচ্ছদ আর্ন্তজাতিক জার্মানিতে ইউরোপের সবচেয়ে বড় মসজিদের উদ্ধোধন

জার্মানিতে ইউরোপের সবচেয়ে বড় মসজিদের উদ্ধোধন

জার্মানিতে ইউরোপের সবচেয়ে বড় মসজিদের উদ্ধোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার জার্মানির কোলনে মসজিদটির উদ্বোধন করা হয়।

এখানেই সবচেয়ে বেশি তুর্কির বাস। দেশটিতে ৩০ লাখের বেশি তুর্কি বাস করে। দ্য তুর্কিশ ইসলামিক ইউনিয়ন অব দ্য ইনস্টিটিউট ফর রিলিওজিয়ন কলোনের কেন্দ্রীয় মসজিদ নির্মানে অর্থ সহায়তা দিয়েছে। স্থানীয়দের প্রতিবাদ সত্ত্বেও মসজিদটি নির্মাণ করতে দেওয়ায় এরদোয়ান জার্মান সরকারকে ধন্যবাদ জানান।

এক হাজারের বেশি মুসল্লি একসঙ্গে মসজিদটিতে নামাজ পড়তে পারবেন। গত দুই বছর ধরে জার্মানির সঙ্গে তুরস্কের শীতল সম্পর্ক বিরাজ করছে। এই সম্পর্ক মেরামত করতেই প্রেসিডেন্ট এরদোয়ান তিন দিনের সফরে জার্মানি যান। শনিবার ছিল সফরের শেষ দিন। তিনি দুইবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক করেন এবং সম্পর্ক বাড়ানোর অঙ্গীকার করেন। এরদোয়ানের সফর উপলক্ষ্যে তার সমর্থক ও বিরোধীরা পাল্টাপাল্টি সমাবেশ করে। – আল জাজিরা ও দ্য লোকাল।