প্রচ্ছদ আর্ন্তজাতিক ছাত্রীদের অন্তর্বাসের রঙ নিয়ে কথা বলে বিপাকে স্কুল কর্তৃপক্ষ

ছাত্রীদের অন্তর্বাসের রঙ নিয়ে কথা বলে বিপাকে স্কুল কর্তৃপক্ষ

ভারতের পুনেতে মায়েরস এমআইটি স্কুলে বুধবার আন্দোলন করেছেন শিক্ষার্থী ও তার অভিভাবকরা। কারণ স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নির্দিষ্ট রঙের অন্তর্বাস পরতে বলেছে।

নারী শিক্ষার্থীদের স্কার্টের দৈর্ঘ্য কতটুকু হবে তাও নির্ধারণ করেছে স্কুল কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, কোন সময় বাথরুম ব্যবহার করা যাবে বা যাবে না তাও নির্ধারণ করে দেয়া হয়েছে।

এক অভিভাবক বলেন, মেয়েদের সাদা কিংবা বাদামি রঙের অন্তর্বাস পরতে বলা হয়েছে। স্কার্টের দৈর্ঘ্য ঠিক করে দেয়া হয়েছে। এসব কিছু স্কুলের ডায়রিতে লিখিতভাবে আছে এবং শিক্ষার্থীদের এতে স্বাক্ষর করতে বলা হয়েছে। সূত্র: এনডিটিভি