প্রচ্ছদ আর্ন্তজাতিক চুক্তিতে স্বাক্ষর করলেন ট্রাম্প-কিম

চুক্তিতে স্বাক্ষর করলেন ট্রাম্প-কিম

সিঙ্গাপুরে প্রথম দফা বৈঠক ও মধ্যহ্ণভোজ শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাঞ্চের পর দুই নেতা সাইনিং রুমে প্রবেশ করে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বলে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান জানিয়েছে।

এর আগে এক বিবৃতিতে চুক্তিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ন ও দারুণ’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এসময় তিনি উত্তর কোরিয়ার নেতা কিমের প্রশংসা করে বলেন,‘ তিনি অত্যন্ত গুণী মানুষ এবং নিজের দেশকে অত্যন্ত ভালোবাসেন।’

আর কিম বলেছেন: ‘আমরা আজ অতীত পিছনে ফেলে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছি। বিশ্ব এক বড় পরিবর্তন দেখতে পাবে। এই বৈঠকে রাজি হওয়ায় আমি ট্রাম্পকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এসব বিবৃতি দেয়ার পরই চুক্তিতে স্বাক্ষর করেন দুই নেতা।

তবে চুক্তিতে কি কি বিষয় রয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আরও পরে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত বলবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে চুক্তিপত্রের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘অনেক শুভেচ্ছা, অনেক পরিশ্রম আর দীর্ঘদিনের প্রস্তুতি শেষে এই চুক্তি হতে চলেছে। আজ যা ঘটতে চলেছে তা নিয়ে আমরা খুব গর্বিত।’

চুক্তির পর উত্তর কোরিয়ায় ব্যাপক পরিবর্তন হবে বলেও তিনি উল্লেখ করেন। কিমকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আজ আমরা বিশ্বের সবচেয়ে বড় ও বিপজ্জনক সমস্যার সমাধান করতে চলেছি। এজন্য আমি চেয়ারম্যান কিমকে ধন্যবাদ জানাই। আজ আমরা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি।’

চুক্তি শেষে দুই নেতা সান্তোষ দ্বীপ ছেড়ে গেছেন বলেও জানিয়েছে পত্রিকাটি।