প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ গোপালগঞ্জে নসিমন ও ইজিবাইকের মুখোমূখি সংঘর্ষে নিহত -১, আহত-৩

গোপালগঞ্জে নসিমন ও ইজিবাইকের মুখোমূখি সংঘর্ষে নিহত -১, আহত-৩

গোপালগঞ্জ প্রতিনিধি : গাপালগঞ্জে নসিমন ও ইজিবাইকের মুখোমূখি সংঘর্ষে নসিমন চালক নিহত ও অপর ৩ যাত্রী আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নসিমন চালকের নাম কামরুল সিকদার (২৭)। সে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শিয়ারবর গ্রামের সাইপার সিকদারের ছেলে।গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লী বিদ্যুতের মালামাল নিয়ে নসিমনটি পশ্চিম গোপালগঞ্জের দিকে যাওয়ার সময় হরিদাসপুর এতিমখানার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমূখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নসিমনটি মহাসড়কের উপর উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে নসিমন চালক কামরুল সিকদার ঘটনাস্থলেই নিহত এবং নসিমনের অপর তিন যাত্রী আহত হয়। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নসিমন চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।