প্রচ্ছদ হেড লাইন গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাকালীন সম‌য়ে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আজ রোববার দুপ‌রে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করলেও তা কমিয়ে ৬০ শতাংশ করে মন্ত্রণালয়।

এর আগে শনিবার ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে বা‌তের ভাড়া ৮০ শতাংশ বাড়া‌নোর সুপা‌রিশ ক‌রে বিআরটিএ। ঢাকা জেলার বাস, মিনিবাস, সিটিং সার্ভিসসহ, দূরপাল্লা তথা আন্তঃজেলায় চলাচলকারী সব বাসের ক্ষেত্রে এই ভাড়া বাড়ানোর সুপারিশ করে সরকারি সংস্থাটি।