প্রচ্ছদ আজকের সেরা সংবাদ খুনিদের আশ্রয় দেওয়া কোনো সভ্য দেশের রীতি হতে পারে না : মানিকগঞ্জে...

খুনিদের আশ্রয় দেওয়া কোনো সভ্য দেশের রীতি হতে পারে না : মানিকগঞ্জে মতিয়া চৌধুরী

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা পৃথিবীর যে দেশেই থাকুক না কেন তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। আজ রোববার সকালে মানিকগঞ্জ শিবালয় উপজেলা ডাক বাংলো প্রাঙ্গণে শিবা কৃষকলীগ আয়োজিত ‘বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘খুনিদের আশ্রয় দেওয়া কোনো সভ্য দেশের রীতি হতে পারে না। খুনিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে মানবাধিকার বাধাগ্রস্থ হতে পারে না।’

বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘একসময় অর্থাৎ বিএনপি সরকারের সময় সারের পিছে দৌড়াতে হতো কৃষকদের। আর আজ কৃষকের পিছে সার দৌড়ায়। এটাই আওয়ামী লীগ, এটাই শেখ হাসিনার কৃতিত্ব।’

মতিয়া চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্ব প্রসঙ্গে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পাশাপাশি সারা দেশকে সবুজে-সবুজে ভরে দিতে কাজ করে যাচ্ছেন। কাজ করছেন কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা সপরিবারে জাতির জনকে হত্যা করে ইতিহাসের কলঙ্কজনক ঘটনা ঘটিয়েছিল তাদের পাশাপাশি নেপথ্যের কুশিলবদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে কাজ করে যাচ্ছে কৃষক লীগ। শেখ হাসিনার নির্দেশে কৃষকের দুর্দিনে কৃষকের উপকরণ নিয়ে জেলা উপজেলায় যাচ্ছে কৃষক লীগ। এর ধারাবাহিকতায় বন্যা দুর্গত এলাকায় বিনামূলে সার ও বীজ বিতরণ শুরু করেছি। ধাপে ধাপে আমরা সকল বন্যা কবলিত এলাজায় সার বীজ নিয়ে কৃষকের পাশে যাব।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দূর্জয়, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, কৃষক লীগের রংপুর বিভাগে দায়িত্বপ্রাপ্ত নেতা বিশ্বনাথ সরকার বিটু, চট্টগ্রাম বিভাগে দায়িত্বপ্রাপ্ত কৃষক লীগ নেতা রেজাউল করিম রেজা, মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান নজরুল, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম খান জানু।

শিবালয় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অসিউর রহমান সিকো’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, ঢাকা বিভাগে দায়িত্বপ্রাপ্ত কৃষক লীগের সাংগঠনিক নেতা আবুল হোসেন, মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, শিবালয় কৃষক লীগের যুগ্ম-আহবায়ক নান্নু শেখ।