প্রচ্ছদ আর্ন্তজাতিক ‘খাশোগি হত্যাকারীদের বিচার সৌদিতে হবে’

‘খাশোগি হত্যাকারীদের বিচার সৌদিতে হবে’

সৌদি আরবের মাটিতেই সাংবাদিক খাশোগি হত্যাকারীদের বিচার হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর। তুরস্ক খাশোগি হত্যায় সন্দেহভাজন ১৮ জনকে প্রত্যার্পনের দাবি জানানোর একদিন পর শনিবার সৌদি আরব এ কথা বললো।

জুবেইর বলেন, ‘প্রত্যার্পনের ইস্যুটির ক্ষেত্রে ওই ব্যক্তিরা সৌদি নাগরিক। তারা সৌদি আরবে আটক আছে, তদন্ত সৌদি আরবে হচ্ছে এবং তাদের বিচার সৌদি আরবেই হবে।’

তিনি এই সময় বলেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক লৌহ বর্ম দিয়ে সুরক্ষিত। খাশোগি হত্যাকাণ্ডে সৌদি সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসার পর রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানপোড়নের যে খবর বের হয়েছিলে তাকে ‘গণমাধ্যমের হিস্টিরিয়া’ বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির প্রশংসা করে সৌদি মন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত, যা আরব উপসাগরীয় দেশগুলো সমর্থন করতে পারে।