প্রচ্ছদ আজকের সেরা সংবাদ খালেদার প্যারোলে মুক্তির আবেদন পাইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার প্যারোলে মুক্তির আবেদন পাইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম জিয়ার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, তার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আবেদন পায়নি সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা তা করছি। তার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থাটা করে রাখছি। আমাদের সিভিল সার্জন তাকে দেখাশুনা করেন, কারাগারের চিকিৎসকরা প্রতিদিন সেখানে যাতায়াত করেন, তার ব্যক্তিগত চারজন চিকিৎসককেও সেখানে নেয়া হয়েছে। এখানে চিকিৎসা সেবার ঘাটতি রয়েছে এমন কোনো ঘটনা আমাদের নজরে পড়েনি।

বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখনও প্যারোলে মুক্তির বিষয়ে কিছু শুনিনি। মাত্রই আপনার মুখে প্রথম শুনলাম। আমার কাছে প্যারোলে মুক্তির কোনো আবেদন আসেনি।’

তিনি বলেন, প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন আসলে যদি দরকার হয় সেই ব্যবস্থা নেয়া হবে।