প্রচ্ছদ আর্ন্তজাতিক কাল থেকে সৌদি আরবে রোজা শুরু

কাল থেকে সৌদি আরবে রোজা শুরু

আগামীকাল সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজা শুরু হচ্ছে।

শনিবার মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আজ রবিবার ১৪৪০ হিজরির শাবান মাসের ৩০ দিন পূর্ণ হলো ।

ফলে আগামীকাল সোমবার (৬ মে) থেকে রোজা শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আজ রবিবার সন্ধ্যায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট আরেকটি সেশনে বসবে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

শনিবার সৌদি সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র রমজান শুরু হওয়ার কথা ৬ মে সোমবার। কিন্তু আরবি মাসগুলো চাঁদ দেখার ওপর নির্ভর করে।

সূত্র: সৌদি গেজেট ও আরব নিউজ