প্রচ্ছদ খেলাধুলা কাভানির ইনজুরিতে চিন্তিত উরুগুয়ে

কাভানির ইনজুরিতে চিন্তিত উরুগুয়ে

এডিনসন কাভানির অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ । শনিবার রাতে কাভানির দুই গোলেই পর্তুগালকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় উরুগুয়ে। আগামী শুক্রবার নকআউট পর্বে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারানো ফ্রান্সের মুখোমুখি হবে উরুগুয়ে।

সোচিতে ম্যাচের ১৬ মিনিট বাকি থাকতে বিপক্ষের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর সাহায্যে খুঁড়িয়ে মাঠ ছাড়েন পিএসজি’তে খেলা এই ফরোয়ার্ড।কাভানি উরুর মাংসপেশীতে চোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।শুক্রবার ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে উরুগুয়ে।

পর্তুগালের বিপক্ষে ম্যাচে এডিনসন কাভানির খুঁড়িয়ে মাঠ ছাড়ার দৃশ্য উরুগুয়ে কোচ অস্কার তাবারেজকে দুশ্চিন্তায় ফেলেছে। তিনি বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। এই মুহূর্তে আমরা শুধু দুশ্চিন্তাই করতে পারি,  চোট কতটা মারাত্মক তা এখনো আমরা জানি না।

তবে কাভানি বলেছেন, আমি আশা করছি চোটটা সামান্য কিছুই হবে। একটা পর্যায়ে আমি সামান্য ব্যথা অনুভব করি যার ফলে খেলা চালিয়ে যেতে পারিনি। তবে আমি আশা করবো সুস্থ থাকার। পরের ম্যাচে মাঠে খেলতে নামার জন্য যা করতে হয় আমি তাই করবো।