প্রচ্ছদ জাতীয় কাউকে হয়রানি নয়, জনগণের সেবক হউন: এনবিআর চেয়ারম্যান

কাউকে হয়রানি নয়, জনগণের সেবক হউন: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, এনবিআর’র অধিকাংশ কর্মকর্তাই সৎ। তবে এখনো শোনা যায়, কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীদের হাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ হয়রানির শিকার হন। অফিসারদের বলছি, কাউকে হয়রানি করবেন না। জনগণের সেবক হিসেবে কাজ করবেন।

শনিবার (২৬ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক কাস্টমস দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এনবিআর কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।

এনবিআর এখন জনগণের সেবক হিসেবে কাজ করছে উল্লেখ করে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘কাস্টমস অনেক আগেই আধুনিকায়ন হয়েছে। আমাদের কাজ জনসচেতনতা সৃষ্টি করা। আমরা সেই কাজ করে যাচ্ছি। আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছি’।

এরপর আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর’র সামনে থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি দুদক কার্যালয়, মৎস্য ভবন হয়ে হাইকোর্টের সামনে দিয়ে জাতীয় প্রেসক্লাব, পল্টন-বিজয়নগর মোড় হয়ে এনবিআর ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় সবসময়ের মতো জনগণকে কর দিতে উৎসাহিত করতে র‌্যালিতে এনবিআর চেয়ারম্যান, মেম্বার, কাস্টমস কমিশনারের পাশাপাশি চলচ্চিত্র তারকারা অংশ নেন। তারকাদের মধ্যে চিত্রনায়ক ফেরদৌস, ওমর সানী, মৌসুমী, পূর্ণিমা, নৃত্যশিল্পী নাদিয়া, সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই দিবস উপলক্ষে দুপুরে রচনা প্রতিযোগিতা এবং বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনার অনুষ্ঠিত হয়।