প্রচ্ছদ আর্ন্তজাতিক কলকাতার বাজার থেকে দেড় ঘণ্টায় ফুরিয়ে গেল ২০ মেট্রিক টন ইলিশ

কলকাতার বাজার থেকে দেড় ঘণ্টায় ফুরিয়ে গেল ২০ মেট্রিক টন ইলিশ

 
বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

কলকাতার বাজার থেকে মাত্র দেড় ঘণ্টায় ফুরিয়ে গেল বাংলাদেশের ইলিশ। উপহার হিসেবে পাঠানো প্রথম চালানের ২০ মেট্রিক টন ইলিশ কলকাতায় পৌঁছাতেই শুরু হয়ে যায় কাড়াকাড়ি। পদ্মার ইলিশ পেয়ে উচ্ছ্বসিত কলকাতার মানুষ।

অবসান ঘটলো দীর্ঘ প্রতীক্ষার। পূজার আগে পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য পৌঁছে গেছে বাংলাদেশের উপহার। মঙ্গলবার সকাল ন’টায় কলকাতার মাছের আড়ৎ হাওড়া বাজারে যখন ইলিশের গাড়িগুলো ঢুকছিলো, তখন বাঙালির মুখে চওড়া হাসি।

পাইকারি বাজারে পদ্মার ইলিশ তুলতেই শুরু হয়ে যায় কাড়াকাড়ি। মাত্র দেড় ঘণ্টায় উধাও সব মাছ। পাইকারি বাজারে ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হয় ৯শ’ রুপিতে। আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয় ১২শ’ রুপিতে।

এর আগে উত্তর ২৪ পরগনা’র পেট্রাপোল সীমান্ত থেকে ভারতে প্রবেশ করে বাংলাদেশ থেকে যাওয়া ১২ মেট্রিক টন ইলিশের চালান। এ বছর ধাপে ধাপে বাংলাদেশ থেকে আসবে মোট ১৪৩৮ মেট্রিক টন ইলিশ।