প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি করোনা কিলার মাস্কে ধ্বংস হবে ভাইরাস

করোনা কিলার মাস্কে ধ্বংস হবে ভাইরাস

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধের উপায় নিয়ে গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন স্থানে। যেভাবে এটি ছড়াচ্ছে, তাতে দ্রুত সমাধান না মিললে এই মৃত্যু মিছিল থামানো যাবে না। এই অবস্থায় আপাতত মুখে মাস্ক পরা, পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

লিভিংগার্ডের প্রধান সঞ্জিব স্বামী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তাদের উদ্ভাবিত মাস্ক বিশেষ ধরনের কাপড়ে তৈরি, যা ভাইরাস নির্মূল করে শ্বাস-প্রশ্বাসকে আরো নিরাপদ করে তোলে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, মহামারি সময় এখন প্রতি মাসে কোটি কোটি মাস্ক দরকার। দৈনন্দিন জীবনযাপনের সঙ্গী হবে এই মাস্ক। সে কারণে লিভিংগার্ড মাস্ক প্রবর্তন করতে পেরে আমরা সম্মানিত।

এ গবেষক বলেন, লিভিংগার্ডের মাস্কটি ধোয়া যায় এবং পুনর্ব্যবহারযোগ্য। এটি পরিবেশবান্ধবও বটে। আমরা গবেষণা করে দেখেছি, ১০ লাখ মানুষ পুনর্ব্যবহারযোগ্য লিভিংগার্ড মাস্ক ২১০ বার ব্যবহার করলে অন্য মাস্কের তুলনায় ৩৬ হাজার টন বর্জ্য বাঁচানো সম্ভব।
সূত্র : পূবের কলম