প্রচ্ছদ আজকের সেরা সংবাদ করোনায় দুদক পরিচালকের মৃত্যু, আক্রান্ত হন কিভাবে?

করোনায় দুদক পরিচালকের মৃত্যু, আক্রান্ত হন কিভাবে?

প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস এবার কেড়ে নিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালকের প্রাণ। আজ সোমবার ভোর সাড়ে চারটায় কুয়েত মৈত্রী হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুদকের একজন কর্মকর্তা করোনায় তার মৃত্যুর বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেন।
দুদকের এই পরিচালক কীভাবে করোনায় আক্রান্ত হলেন তা নিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তিনি দুদকের নিয়োগ কমিটির সদস্য ছিলেন। সাম্প্রতিক একাধিক ভাইবা বোর্ডেও ছিলেন। সেখানে কারও দ্বারা সংক্রমিত হয়েছেন কি না তা নিয়ে আলোচনা রয়েছে।
দুদক কর্মকর্তার মৃত্যুর পর তার স্ত্রী ও সন্তানকে আইসোলেশনে রাখা হযেছে। মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।
২০১৭ সালের জুলাই মাসে তাকে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২শে মার্চ ওই কর্মকর্তা জ্বরে আক্রা্ন্ত হন। তিন দিনের মধ্যে সেরে ওঠার পর ২৬শে মার্চ ফের জ্বরে আক্রান্ত হন। এক পর্যায়ে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর করোনা শনাক্ত হওয়ার পর তাকে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।