প্রচ্ছদ শিক্ষাঙ্গন এসএসসির ফল প্রকাশের উদ্যোগ, ডাকযোগে ওএমআর শিট পাঠানোর নির্দেশ

এসএসসির ফল প্রকাশের উদ্যোগ, ডাকযোগে ওএমআর শিট পাঠানোর নির্দেশ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনার বন্ধেও এসএসসি পরীক্ষার ফল প্রকশের কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে ঢাকা বোর্ড। করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনজীবন স্থবির হয়ে পড়লে এসএসসি পরীক্ষার খাতার ওএমআর শিট স্ক্যানিং স্থগিত করেছে ঢাকা বোর্ড।

ফের খাতার ওএমআর স্ক্যানিংয়ের কাজ শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। তাই, এসএসসির খাতার ওএমআর শিট ডাকযোগে পাঠাতে ঢাকা মহানগর ছাড়া অন্যান্য এলাকার প্রধান পরীক্ষকদের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১০ মের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে বোর্ডে ওএমআর শিট পাঠাতে হবে।
রোববার (৩ মে) ঢাকা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জানা গেছে, কমলা রঙের প্যাকেটে জরুরি উল্লেখ করে ‘সিলমোহরকৃত অবস্থায় পোস্ট অফিসের মাধ্যমে এসএসসির খাতার ওএম’আর শীট পাঠাতে হবে প্রধান পরীক্ষকদের। আগামী ১০ মের মধ্যে পাঠাতে হবে ঢাকা মহানগর ছাড়া অন্যান্য এলাকার প্রধান পরী’ক্ষকদের।

আর ওএমআর পাঠানোর ঠিকানা, সিনিয়র সিস্টেম এনালিস্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা, ১৩-১৪ জয়নাগ রোড বকশিবাজার ঢাকা।

দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এসএসসির ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অঘোষিত লকডাউনের কা’রণে গত ১৮ মার্চ এসএসসি পরীক্ষার খাতার ওএমআর শিট স্ক্যানিং কার্যক্রম স্থগিত করেছিল ঢাকা বোর্ড।