প্রচ্ছদ খেলাধুলা এমন আম্পায়ারিং সত্যিই দুঃখজনক!

এমন আম্পায়ারিং সত্যিই দুঃখজনক!

আপনি থার্ড ক্লাস আম্পায়ারিং চেনেন বাঁ দেখেছেন? না চিনে বা দেখে থাকলে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় টি২০ ম্যাচে ইযাতুল্লাহ সাফির আম্পায়ারিং দেখলেই সেই আশা মিটে যাবে।

ম্যাচের ২য় ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে মোসাদ্দেকের করা বলে ক্লিন বোল্ড হওয়া শেনওয়ারির উইকেট এর জন্য ফিল্ড আম্পায়ার ইযাতুল্লাহ সাফি থার্ড আম্পায়ার এর কাছে গেলেন। দেখা যাচ্ছে ক্লিন বোল্ড।তাহলে কেন দেখলেন না এই আফগান আম্পায়ার? আবার থার্ড আম্পায়ার তো আরও এক ধাপ এগিয়ে, প্রথম বারের দেখা যাচ্ছে বলটি স্টাম্পে লেগেছে। তারপরেও দুই থেকে তিনবার রিপ্লে দেখেছে আফগান থার্ড আম্পায়ার আহমেদ শাহ পাকতিন!

তাহলে এ কেমন আম্পায়ার নিয়ে খেলছি আমরা? এত অব্যবস্থাপনা আর সঙ্গে এরকম বাজে আম্পায়ারিং! হয়তো ওই সিদ্ধান্তে কারোও কোনো ক্ষতি হয়নি। তবে এমন আম্পায়ারিং আন্তর্জাতিক অঙ্গনে সত্যিই দুঃখজনক। লিটনের আউটও হয়তো রিভিউ থাকলে নট আউট হতে পারতো।