প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ উত্তাল পদ্মায় ট্রলারডুবি, সাঁতরে রক্ষা পেলেন তিন যাত্রী

উত্তাল পদ্মায় ট্রলারডুবি, সাঁতরে রক্ষা পেলেন তিন যাত্রী

 

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে পদ্মায় ডুবে যাওয়া ট্রলারে থাকা তিন যাত্রী সাঁতরে তীরে উঠেছেন। তবে ট্রলারটি এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে মানিকগঞ্জে উত্তাল পদ্মায় মালামালসহ ডুবে যায় ট্রলারটি।

মানিকগঞ্জ জেলার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, সকাল ৯টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে একটি ট্রলার দৌলতদিয়ার উদ্দেশে যাওয়ার পথে মাঝনদীতে উত্তাল ঢেউয়ে ডুবে যায়। এতে দুজন তাৎক্ষণিক সাঁতরে তীরে ওঠেন।

খবর পেয়ে পাটুরিয়ার ভাসমান ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধারকাজ চালায়। দুপুর ১২টার দিকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের কথা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ট্রলার শনাক্ত ও মালামাল উদ্ধার না করেই অভিযান স্থগিত করা হয়েছে বলে জানান উপ-সহকারী পরিচালক।

তিনি আরও জানান, যাত্রী তারক আলী, সবজেল ও শরীফ তারা সবাই মানিকগঞ্জের শিবালয় উপজেলা তেগুরী গ্রামের বাসিন্দা।