প্রচ্ছদ আর্ন্তজাতিক উত্তর কোরিয়ার সঙ্গে ‘আলোচনায় প্রস্তুত’ যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার সঙ্গে ‘আলোচনায় প্রস্তুত’ যুক্তরাষ্ট্র

২০২১ সালের মধ্যে উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের আওতায় আনতে দেশটির সঙ্গে পুনরায় আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে দুই দেশের মধ্যে এ নিয়ে চুক্তির ভিত্তিতে এ উদ্যোগের কথা ভাবা হচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উংয়ের সাম্প্রতিক এক বক্তব্যেও বিষয়টি উঠে এসেছে।

পম্পেও বলছেন, উনের বক্তব্যে গুরুত্বপূর্ণ অঙ্গীকারের প্রসঙ্গ রয়েছে; এর ভিত্তিতেই যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে দ্রুত আলোচনার প্রস্তুতি নিয়ে রেখেছে।

আগামী সপ্তাহে নিউ ইয়র্কে বিয়ষটি নিয়ে বৈঠকে বসতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইযং-হো কে আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান পম্পেও।

বিবৃতিতে তিনি বলেন, ২০২১ সালের জানুয়ারির মধ্যেই উত্তর কোরিয়ায় পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে আলোচনার এই উদ্যোগ ‘চিহ্নিত’ হয়ে থাকবে।

গত জুন মাসে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে এক ঐতিহাসিক বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন।

এরপর কয়েক দফা এ নিয়ে কার্যক্রম এগিয়েছে। সর্বশেষ বুধবার ট্রাম্প এক টুইট বার্তায় উনের ইতিবাচক মনোভাবের প্রসঙ্গটি তুলে ধরেছেন।